• প্রশাসন

গরমে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার জন্য পানি ও স্যালাইন তুলে দিলেন ট্রাফিক পুলিশ 

  • প্রশাসন
  • ২৪ এপ্রিল, ২০২৪ ১৯:১২:৩৪

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধিঃ দেশের অন্যান্য জেলার মতো প্রায় ৩৭ ডিগ্রি  তীব্র তাপপ্রবাহে পুড়ছে  উত্তরের জেলা গাইবান্ধা। ঘরে-বাইরে কোথাও এক মুহূর্ত স্বস্তি মিলছে না। চারপাশে কাঠফাটা রোদ আর তাপ উঠছে মাটি থেকে। সকাল থেকে থাকছে রোদের তাপ, ভ্যাপসা গরম। এতে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। রোদের তীব্র তাপে মানুষ বাইরে বের হতে পারছেন না।তিব্র তাপে যখন জেলা শহরের মানুষের জনজীবন বিপর্যয়ে তখন ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো জাহাঙ্গীর মিয়া তার নিজ উদ্যোগে পৌর শহরে পুরাতন জেলখানা মোরে প্রায় ৩০০ শত সাধারণ মানুষের মাঝে পানি ও খাওয়ার  স্যালাইন বিতরণ করেন।

তীব্র এই তাপদাহে পুলিশের দেওয়া পানি ও খাওয়ার স্যালাইন বিতরণের এমন উদ্যোগ কে সাধুবাদ জানাচ্ছে সাধারণ মানুষ। ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো জাহাঙ্গীর মিয়া  বলেন,আমাদের সাধ এবং সাধ্য মধ্যে যতটুকু সম্ভব হচ্ছে সাধারণ মানুষের মাঝে পানি এবং স্যালাইন বিতরণ করছি।তবে এই বিতরণ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য ( ০)





  • company_logo