• লিড নিউজ

নারায়ণগঞ্জে ৭ ফার্মেসিকে পৌনে দুই লাখ টাকা জরিমানা

  • লিড নিউজ
  • ১৭ অক্টোবর, ২০১৮ ১৪:২২:০৫

নারায়ণগঞ্জ শহরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ অতিরিক্ত মূল্য রাখার অপরাধে লার্জ ফার্মাসহ সাতটি ওষুধের দোকানের মালিককে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসনে আরার নেতৃত্বে শহরের কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শহরের চাষাড়া ও চারাগোপ এলাকার শিরিন ফার্মেসিকে ২০ হাজার, উজ্জ্বল ফার্মেসিকে ৩০ হাজার, রনি ফার্মাকে ৩০ হাজার, টাউন ফার্মেসিকে ২৫ হাজার, লক্ষ্মী ফার্মেসিকে ১০ হাজারসহ অপর একটি ফার্মেসিকে ৫০ হাজারসহ মোট এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসনে আরা জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ অতিরিক্ত মূল্য রাখা ও অনেক দোকানের লাইসেন্স না থাকায় সাতটি দোকানের মালিককে এক লাখ ৮০ হাজার জরিমানা করা হয়েছে। এছাড়া অনেক দোকানের মালিককে হুঁশিয়ারি দেয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য ( ০)





  • company_logo