• প্রশাসন

কুড়িগ্রামে বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষে জামালপুর ৩৫ বিজিবি’র ত্রাণ বিতরণ

  • প্রশাসন
  • ২৭ আগস্ট, ২০২০ ১৯:২০:০১

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী ও চর রাজিবপুর উপজেলার ১০টি বিওপিতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে জামালপুর ৩৫ বিজিবি ত্রাণ বিতরণ করেছে। বৃহস্পতিবার সকালে বালিয়ামারী বিওপিতে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ৩৫ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল এস এম আজাদ এসইউপি।  

এসময় সীমান্তবর্তী সাহেবের আলগা, দাঁতভাংগা, গয়টাপাড়া, মোল্লারচর, রৌমারী, বাংলাবাজার, হিজলামারী, বড়াইবাড়ী, খেয়ারচর এবং বালিয়ামারী বিওপি সংলগ্ন ৩৭৫টি পরিবারে ৫ কেজি চাল, ৪ কেজি আটা, ১ কেজি ডাল এবং ১ প্যাকেট নুডলস্ সম্বলিত খাদ্যের প্যাকেট বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপকারভোগীদের করোনার ভয়াবহতা সম্পর্কে সচেতন করা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং বন্যা পরিস্থিতিতে ভোগান্তিতে পরা পরিবারগুলোকে সহায়তার জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশ আর্থিকভাবে সহযোগিতা করে।  

মন্তব্য ( ০)





  • company_logo