• আন্তর্জাতিক
  • লিড নিউজ

জম্মু ও কাশ্মীরে বিমান বাহিনীর কনভয়ে জঙ্গি হামলা, নিহত ১

  • আন্তর্জাতিক
  • লিড নিউজ
  • ০৫ মে, ২০২৪ ১১:৪১:৫৯

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার সুরনকোটে নিরাপত্তা বাহিনীর দুইটি গাড়িতে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচজন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

শনিবার (৪ এপ্রিল) জরানওয়ালি থেকে বিমান বাহিনী স্টেশনে যাওয়ার পথে হামলঅর শিকার হয় সেনারা। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে ভারতের বিমান বাহিনী জানিয়েছে, পুঞ্চ জেলার শাহশিতার এলাকায় দুটি গাড়িবহরের ওপর হামলা চালানো হয়। এর মধ্যে একটি গাড়ি ছিল বিমান বাহিনীর। আহতদের উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে উধমপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

ঘটনার পরপরই স্থানীয় রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে বলে দাবি করেছে নিরাপত্তা বাহিনী। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিমান বাহিনী আরও জানায়, স্থানীয় সামরিক ইউনিটগুলি বর্তমানে এই এলাকায় অনুসন্ধান অভিযান চালাচ্ছে। গাড়ি বহরটিকে সুরক্ষিত করা হয়েছে। আরও তদন্ত চলছে।

এমন একটি সময়ে বিমান বাহিনীর ওপর এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলো যখন ভারতে লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে। যে পুঞ্চ জেলায় এ হামলা হয়েছে সেটি লোকসভার অনন্তনাগ-রাজৌরি আসনের অংশ। আগামী ২৫ মে সেখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

মন্তব্য ( ০)





  • company_logo