• বিশেষ প্রতিবেদন

মা‌নিকগ‌ঞ্জে প্রচন্ড গরম ও লোড‌শে‌ডিং‌য়ে বিপর্যস্ত জনজীবন

  • বিশেষ প্রতিবেদন
  • ৩০ এপ্রিল, ২০২৪ ১৩:৫৬:১৫

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি: মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়‌া উপজেলায় প্রচণ্ড গরমের সঙ্গে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি উপ‌জেলার ছোট বড় কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। সে‌চের অভা‌বে ফসল নষ্ট হ‌য়ে ক্ষ‌তির সংঙ্কা দেখা দি‌য়ে‌ছে। শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হওয়া ও মানুষের কাজকর্ম স্থবির হয়ে পড়েছে। হাসপাতা‌লে বাড়‌ছে রোগীর সংখ‌্যা।

উপ‌জেলার ৯‌টি ইউ‌নিয়‌নে গত ক‌য়েক‌দি‌নের প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। এরপরও আবার ঘন্টায় ঘন্টায় লোডশেডিং। এতে দিন দিন ফুঁসে উঠছে উপজেলার সর্বস্তরের মানুষ। চরম ভোগান্তি পোহাচ্ছেন উপজেলার ক‌য়েক লাখ মানুষ। রাতের বেলা একটু শান্তিতে ঘুমাতে পারছেন না। শিক্ষার্থীরা রাতের বেলা ঠিকমতো লেখাপড়া করতে পারছে না।

উপজেলা সদরসহ প্রত্যন্ত অঞ্চলে গড়ে ওঠা ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, চিকিৎসা, ব্যাংকিং সেবা, শিক্ষা ও গৃহস্থালির কাজকর্ম মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ নির্ভর ব্যবসা বাণিজ্যে দেখা দিয়েছে চরম স্থবিরতা। বিদ‌্যু‌তের অভা‌বে উপ‌জেলার কৃষকরা ঠিক ম‌তো জ‌মি‌তে সেচ দি‌তে পার‌ছে না।

সাটু‌রিয়ার কু‌ষ্টিয়া এলাকায় ভূট্রা ক্ষে‌তে কাজ করা ক‌য়েকজন কৃ‌ষি শ্রমিক জানায়, ভূট্রা প‌রিপক্ক হ‌য়ে পরায় তা গাছ থে‌কে তু‌লে দি‌তে হ‌চ্ছে। গর‌মে জ‌মি‌তে বে‌শিক্ষন কাজ করা য‌ায় না। তারা কিছুক্ষন কাজ ক‌রে আবার জ‌মির পা‌শে গা‌ছের নি‌চে ব‌সে থা‌কে। এ ভা‌বেই বিশ্রাম নিয়ে নি‌য়ে কাজ কর‌তে হ‌চ্ছে। তীব্র তাপদা‌হের কার‌নে কৃ‌ষি শ্রমি‌কের সংকটও দেখা দি‌য়ে‌ছে।

বা‌লিয়া‌টির কৃষক লোকমান হো‌সেন ব‌লেন, জ‌মি‌তে এখন বোর ধান র‌য়ে‌ছে। এ সময় ধা‌নে সেচ দেওয়া খুবই দরকা‌রি। তা না হ‌লে ধান চিটা হ‌বে। বিদ‌্যু‌তের সমস‌্যার কার‌নে দি‌নে রা‌তে সব সময় সেচ পা‌ম্পের কা‌ছে ব‌সে থাক‌তে হ‌চ্ছে। যখন বিদ‌্যুৎ আস‌ছে তখনই সেচ দি‌চ্ছি।

সাটু‌রিয়া কৃষি অ‌ফি‌সের উপ সহকারী কৃ‌ষি কর্মকর্তা, মো: আব্দুর রাজ্জাক ব‌লেন, বর্তমা‌নে ফস‌লের মা‌ঠে প্রধান ফসল বো‌রো ধা‌ন। এ সময় ধা‌নে সেচ দেওয়া খুবই প্রয়োজন। লোড‌শে‌ডি‌য়ের কার‌নে সে‌চে সমস‌্যা হ‌চ্ছে। ঠিক ম‌তো সেচ না দি‌তে পার‌লে ধা‌নে চিটা হ‌য়ে ফলন বিপর্যয়ের সম্ভাবনা র‌য়ে‌ছে।

সাটু‌রিয়া পল্লী বিদ‌্যু‌তের ‌উপ মহাব‌্যবস্থাপক মামুন অর রশীদ ব‌লেন, সাটু‌রিয়া‌তে বিদ‌্যু‌তের চা‌হিদা র‌য়ে‌ছে ১২ থে‌কে ১৩ মেগাওয়াট সেখা‌নে বরাদ্ধ পাওয়া যা‌চ্ছে ৫ থে‌কে ৬ মেগাওয়াট। চা‌হিদার অ‌র্ধেক বরাদ্ধ পাওয়ায় লোড শে‌ডিং হচ্ছে। বৃ‌ষ্টি হলে গরম কম‌লে লোড শে‌ডিং ক‌মে আস‌বে ব‌লে তি‌নি জানান।

 

মন্তব্য ( ০)





  • company_logo