• অপরাধ ও দুর্নীতি

ফেনীর গিয়াস ডাকাত র‌্যাবের হাতে গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি
  • ২৭ মার্চ, ২০২৪ ১৪:৪০:৫৮

ছবিঃ সিএনআই

ফেনী প্রতিনিধিঃ ফেনীতে চুরি, ডাকাতি, হত্যা চেষ্টাসহ ৮ মামলার আসামী গিয়াস উদ্দিন (৩৫) ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রামের পাহাড়তলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃত গিয়াস উদ্দিন দাগনভূঞাঁ উপজেলার জায়লস্কর ইউনিয়নের আবদুল মালেকের ছেলে। 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত সর্দার গিয়াসকে গ্রেফতার করতে মঙ্গলবার রাত ১০ টার দিকে চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় অভিযান চালানো হয়। এসময় তাকে মধ্যম সড়াইপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। 

ফেনীস্থ র‌্যাব-৭ এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত গিয়াসের বিরুদ্ধে  ফেনী সদর, সোনাগাজী এবং দাগনভূঞা থানায় চুরি, ডাকাতি, বিস্ফোরক, হত্যা চেষ্টা এবং সরকারী সম্পত্তির ক্ষতিসাধনসহ ৮ টি মামলা রয়েছে। পরে তাকে দাগনভূঞাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। 

দাগনভূঞাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, র‌্যাবের হাতে গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্য গিয়াস উদ্দিনকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

মন্তব্য ( ০)





  • company_logo